উপনিবেশবাদ (Colonialism ):- ল্যাটিন শব্দ ‘কলোনিয়া’ থেকে ইংরেজি ‘কলোনি’ বা উপনিবেশ শব্দটির উদ্ভব ঘটেছে। উপনিবেশ শব্দটির মূল অর্থ হলো ‘মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ’। রাজনৈতিক দিক থেকে বিচার করলে উপনিবেশ বলতে বোঝায়, দেশের সীমান্তের বাহিরে কোন রাষ্ট্রের বসতি স্থাপন অথবা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোন একটি ভূখণ্ড, যে ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্টভাবে আনুগত্য প্রকাশ করে। আবার অনেকের মতে, কোন সার্বভৌম রাষ্ট্রের মালিকাধীন দূরবর্তী ভূখণ্ড কে উপনিবেশ বলে।
নব-উপনিবেশ (new-colonialism) :- প্রাক্তন ঔপনিবেশিক শক্তিসমূহ কর্তৃক স্বাধীনতা প্রাপ্ত দুর্বল...