উপনিবেশবাদ ও নব-উপনিবেশবাদ | Colonialism and new-colonialism | Nhrepon.com

উপনিবেশবাদ (Colonialism ):- ল্যাটিন শব্দ ‘কলোনিয়া’ থেকে ইংরেজি ‘কলোনি’ বা উপনিবেশ শব্দটির উদ্ভব ঘটেছে। উপনিবেশ শব্দটির মূল অর্থ হলো ‘মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ’। রাজনৈতিক দিক থেকে বিচার করলে উপনিবেশ বলতে বোঝায়, দেশের সীমান্তের বাহিরে কোন রাষ্ট্রের বসতি স্থাপন অথবা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোন একটি ভূখণ্ড, যে ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্টভাবে আনুগত্য প্রকাশ করে। আবার অনেকের মতে, কোন সার্বভৌম রাষ্ট্রের মালিকাধীন দূরবর্তী ভূখণ্ড কে উপনিবেশ বলে।


নব-উপনিবেশ (new-colonialism) :- প্রাক্তন ঔপনিবেশিক শক্তিসমূহ কর্তৃক স্বাধীনতা প্রাপ্ত দুর্বল রাষ্ট্রগুলোর ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টার নাম হলো নব-উপনিবেশ। নব-ঔপনিবেশিকতার ফলে আফ্রিকার বহুদেশে পশ্চিম ইউরোপীয় দেশ সমূহের রাজনৈতিক, সামাজিক ও সামরিক প্রাধান্যের স্থলে অর্থনৈতিক প্রাধান্য বজায় থাকে। তাছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক আফগানিস্তান ও ইরাক দখল নব-ঔপনিবেশিকতার প্রকৃষ্ট উদাহরণ।

ট্যারিফ ও ট্যাক্স | Tax and tariff | nhrepon.com

ট্যারিফ ও ট্যাক্স এর সংজ্ঞা এবং এদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো .....


ট্যারিফ (Tariff) :- কোন আমদানি বা রপ্তানিজাত দ্রব্যের আমদানি-রপ্তানি শুল্কই হচ্ছে ট্যারিফ। অর্থাৎ ট্যারিপ হলো আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা যাতে সরকার কতৃক আমদানি ও রপ্তানির উপর আরোপিত কর নির্দিষ্ট করা থাকে।


ট্যাক্স (Tax) :- ট্যাক্স হলো সরকারি রাজস্বের উৎস যেটি বাধ্যতামূলকভাবে সরকারকে প্রদেয় অর্থ, যার বিনিময়ে ট্যাক্স দাতা সরকারের কাছ থেকে প্রতক্ষ কোন সুযোগ-সুবিধা পায় না।


পার্থক্য:-
১। ট্যারিফ সাধারণত আমদানি-রপ্তানি পণ্য-দ্রব্যের উপর আরোপ করা হয়। ট্যাক্স কোন ব্যক্তির আয় বা সম্পদের উপর আরোপ করা হয়।

২। ট্যরিফ বাধ্যমূলক নয়। প্রয়োজনবোধে ট্যারিফ প্রদান করতে অস্বীকার করা যায়। ট্যাক্স বাধ্যতামূলক, এটা অস্বীকার করা যায় না।

৩। ট্যারিফের পরিধি ট্যাক্সের পরিধি অপেক্ষা কম। ট্যাক্সের পরিধি ট্যারিফের পরিধি অপেক্ষা বেশি।

৪। ট্যারিফের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকে। ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধা থাকে না।

৫। ট্যাক্স ও ট্যারিফ উভয়টি সরকারি রাজস্ব আয়ের উৎস। ট্যাক্স আরোপ করা হয় দেশের অভ্যন্তরীণ বাণিজ্য, সম্পদ ও নাগরিকের আয়ের উপর। অন্যদিকে ট্যারিফ আরোপ করা হয় আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের উপর।