শর্টহ্যান্ড বা সাঁটলিপি কি? | Shorthand | Nhrepon.com

শর্টহ্যান্ড বা সাঁটলিপি কি?

(Shorthand)


শর্টহ্যান্ড বা সাঁটলিপি হচ্ছে মূলত সংক্ষেপে লিখার একটি ভাষা। বক্তার বক্তব্যকে দ্রুত লিখার জন্যই এই ভাষা ব্যবহৃত হয়। ধরুন বক্তা বললো আমরা, এই আমরা লিখতে আপনার ৫ সেকেন্ড লাগবে কিন্তু শর্টহ্যান্ট এর ভাষায় (/ বা >) লিখলেই চলবে যাতে সময় লাগবে মাত্র ১ সেকেন্ড। আর তাই
সংক্ষেপে লিখার জন্যই এই ভাষাটি শিখতে হয়। বর্তমানে যারা এইচএসসি কিংবা ডিগ্রি শেষ করে চাকুরীর অপেক্ষা করছেন তারা মাত্র চার মাসেই এটি শিখতে পারে যা সরকারী চাকুরী পাওয়ার জন্য অনেক বেশী সহায়তা করতে পারে। কারণ এই পদে পরীক্ষাথীর সংখ্যা থাকে খুবই নগণ্য। আপনি একটু অধ্যাবসায় করলেই এই পদে চাকুরী পাওয়া সুনিশ্চিত।


...........................ইন্টারনেট হতে সংগৃহীত......................