বেহেশতি জেওর । পর্ব - ০১

হাকীমুল উম্মত হযরত মাওলানাআশরাফ আলী থানভী (রঃ) বংশ পরিচয়ঃ আগ্রা-আয়োধ্যা যুক্তপ্রদেশের মুজাফফর নগর জিলার অন্তগত প্রসিদ্ধ শহর থানাভবনে ফারূকী বংশের চারটি গোত্রের লোক বসবাস করিতেন।তন্মধ্যে খতিব গোত্রই ছিল অন্যতম। থানাভবনে সুলতান শিহাব উদ্দিন ফাররূখ-শাহ্ কাবুলি ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশ্রাফ আলী থানভীর উধ্বতন পুরুষ। থানাভবনে এই বংশে বিশিষ্ট বুযুর্গ ও ওলিয়ে কামেলগণ জন্মগ্রহণ করিয়াছেন। সুতারাং হযরত থানভীর পিতা হইলেন ফারুকী। হযরত মুজাদ্দিদে আলফেসানী, শায়খ জালালুদ্দিন থানেশ্বরী, শায়খ ফরীদুদ্দীন গন্জেশকর প্রমুখ খ্যাতনামা বুযুর্গগণ এই বংশে জন্মগ্রহণ...

যদি থাকে নসিবে

যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে.......... জোর করে মন হরণ করোনা, করে চলনা......... এই যে ভিশন যন্ত্রনা........... আপন মন হয় যদি মনের মতন....... মনে মন করে আকর্ষণ....... সেই মনে আর গুনে দরে না, রে মন দরে না......, সেই মনে আর গুনে দরে না....... ভালো লাগলে ভালোবেসে...... কাছে বসে মুচকি হাসে..... তাড়াইয়া দিলেও সরে না, রে মন সরে না....... এই যে ভিশন যন্ত্রনা.................. বেহায়া মনা, শামছল হকে........ আশার মশাল জেলে বুকে....... অন্ত্রে-যন্ত্রে করে সাধনা........ রে মন মিলে না..... মন চোরা হালিম চাঁনদ....... নিদায়া-নিঠুরো...