"উপদেশ" বাংলা কবিতা | Bangla kobita | Nhrepon.com

উপদেশ

স্বর্ণকুমারী দেবী


বড়লোক যদি তুমি হতে চাও ভাই,

ভালো ছেলে তাহা হ'লে আগে হওয়া চাই।

মন দিয়ে, পড় লেখো

সুজন হইতে শেখ,

খেলার সময় রেখ, তাতে ক্ষতি নাই।


পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি,

যতনে মানিয়া চল তাঁহাদের বাণী।


ভাইটি করেছে দ্বন্দ্ব,

বোনটি বলেছে মন্দ,

ক্রোধে হয়ো না কো অন্ধ, স্নেহে ধর পাণি।











0 comments:

Post a Comment