​প্রিয় স্বপ্ন | favorite dream | bangla kobita | Nhrepon.com


​প্রিয় স্বপ্ন

(শুধুই তুমি)


তোমার ঐ দুষ্টমী মাখা মুক্ত ঝরা মিষ্টি হাসিটা আমার পৃথিবী রাঙিয়ে দেয়,
তোমার ঐ হরিণী সাদৃশ চোখের গহীনে জানিনা মন হারায় কোন অজানায়।

তোমার শূভ্রের ন্যায় বদনখানি ভেবে আামার কেটে যায় বেলা,
ওগো প্রেয়সী মোর অকৃত্রিম ভালোবাসা নিয়ে তুমি করোনা খেলা।

কতো ভালোবাসি তোমায় শুধু এই হৃদয় জানে,
ওগো ললনা এসোনা একবার বুকেরি মাঝখানে।

0 comments:

Post a Comment