"তোমার রুমাল" বাংলা কবিতা | Bangla kobita | Nhrepon.com



রুমাল

( তুমি যেটি দিলে)

তোমার রুমাল নয় গো, যেন তুমিই মোর পকেটে,
সুরসুরি লাগে মোর ‍দিলে তোমার হাসির ও দাপটে।
তুমি সদা থাক মোর মনের ও ভিতরে,
একটু ভালোবাসা ‍দিও সোহাগ ও আদরে।

পাশে রবে কি সখি তুমি মোর জিবনের ও তরে?
কত্ত ভালোবাসবো তোমায় হৃদয় উজাড় করে।
তুমি আমার মিষ্টি টিয়া ভালোবাসার কয়তরী,
ইচ্ছে করে বুকে লইয়া একটু আদর করি।

সোনা মুখে সোনা হাসি দেখবো আজীবন,
আদর সোহাগ ‍দিব তোমায় করিয়া যতন।
মিষ্টি মধুর শ্যামল কইন্না আর থেকো না দূরে,
অতি শিঘ্রই বুকের মানিক এসো মনের ঘরে।

বকের খাঁচায় তোমায় সখি বন্দি রাখিব,
কোন দিন ও তোমায় আমি নাহি হারবো।
¯^M© সুখে মধুর রসে ভরবে গো জীবন,
কোন ‍দিন ও হারিয়ে হবে গো মরণ।


0 comments:

Post a Comment