থাইল্যান্ডের একটি কুমিরের খামারে একটি কোম্পানির বার্ষিক বনভোজন চলাকালীন ... কোম্পানীর চেয়ারম্যান ঘোষনা দিলেন
যে, কোন কর্মচারী যদি কুমিরে ভরা এই পুকুর সাতরে এপার থেকে উপারে গিয়ে জীবন নিয়ে বেঁচে উঠতে পারে তবে সে ৫ মিলিয়ন ডলার পুরস্কার পাবে আর যদি সে মারা যায় তবে তাঁর পরিবার ২ মিলিয়ন ডলার পাবে। দীর্ঘক্ষন ধরে কেউই চ্যালেঞ্জ নিতে সাহস করেনি।
তারপর হঠাৎ একজন মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং তার জীবনহানির কথা ভেবে পাড়ে দাঁড়ানো সবাই আফসোস করতে থাকে।
তবে সৌভাগ্যক্রমে সে অক্ষত অবস্থায় পুকুরটি পার হতে সক্ষম হয়।
হাঁপাতে হাঁপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর তাত্ক্ষণিক মিলিওনেয়ার বনে যাওয়া লোকটি চেঁচিয়ে বলতে থাকে- “আমাকে কে ধাক্কা দিয়েছিল?” দূর্ভাগ্যক্রমে কাজটি তার স্ত্রীই করেছিল !!! এবং সেই দিন থেকে এই প্রবাদটি চালু আছে যে, "পুরুষের প্রত্যেক সফলতার পিছনে একজন নারীর হাত আছে”
0 comments:
Post a Comment