জাপানের আইনসভা | The legislature of Japan | Nhrepon.com

জাপানের আইনসভা (The legislature of Japan) জাপানি আইনসভার নাম ‘ডায়েট’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে প্রনীত নতুন সংবিধান অনুযায়ী ডায়েটের ক্ষমতা ও পরিধি অনেক বৃদ্ধি পায়। ডায়েট দুটি কক্ষ নিয়ে গঠিত। নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ এবং উচ্চ কক্ষ ‘হাউস অব কাউন্সিলরস’  ‘হাউস অব কাউন্সিলরস’ এর সদস্য সংখ্যা ২৪২। এ সভা ৬ বছরের জন্য নির্ধারিত হয়। অর্ধেক সদস্য প্রতি ৩ বছর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ এর মোট সদস্য ৪৮০। ৪৮০ জন সদস্য মোট ১১৮ টি ‘নির্বাচনি জেলা’ হতে নির্বাচিত হন। প্রত্যেক জেলায় ৩ থেকে...

এ্যামব্যাসেডর ও হাইকমিশনার কি? | Ambassador and High Commissioner | nhrepon.com

এ্যামব্যাসেডর ও হাইকমিশনার  (Ambassador and High Commissioner)   এ্যামব্যাসেডর ও হাইকমিশনার (Ambassador and High Commissioner)  এর মাঝে মর্যাদাগত তেমন পার্থক্য নেই।  দুটিই এক রাষ্ট্র কতৃক অপর রাষ্ট্রে প্রেরিত সবোচ্চ শ্রেণীর কূটনীতিক দূতকে বলা হয়। তবে হাইকমিশনার বলতে কমনওয়েলথভূক্ত রাষ্ট্র সমূহের সবোচ্চ শ্রেনীর কূটনীতিকদের বুঝানো হয়।  কমনওয়েলথ হলো ব্রিটেনসহ এক সময় ব্রিটেনের অধীনে ছিল এমন রাষ্ট্রসমূহের সংগঠন। রাষ্ট্রদূতকে তখনি হাইকমিশনার বলা যাবে যখন দুটি দেশই কমনওয়েলথভূক্ত হবে।  যেমন বাংলাদেশের রাষ্ট্রদূত...

কিয়োটো চুক্তি কি? (Kioto) এ চুক্তিটি কি উদ্দেশ্যে, কোথায় স্বাক্ষরিত হয়েছিল? | Nhrepon.com

কিয়োটো চুক্তি Nhrepon.com বিশ্বের পরিবেশ রক্ষা করার জন্য বিশ্ব উষ্ণতা রোধে জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে অনুষ্ঠিত সম্মেলনে কিয়োটো চুক্তি বা প্রটোকল স্বাক্ষর করা হয়।  এটি কার্বন নির্গমন কমানোর একমাত্র আইনগত চুক্তি। চু্ক্তিটি স্বাক্ষরিত হয় ১৯১৭ সালে।  চুক্তিটি কার্যকর হয় ১৬ ডিসেম্বার ২০০৫ সালে।  এর মেয়াদ শেষ হয় ২০১২ সালে।  ৬ টি গ্রীন হাউস গ্যাস Carbon-di-oxide, Methane, Nitrous oxide, Sulphur hexafluoride, Hidrofluorocarbons...