এ্যামব্যাসেডর ও হাইকমিশনার
(Ambassador and High Commissioner)
এ্যামব্যাসেডর ও হাইকমিশনার (Ambassador and High Commissioner) এর মাঝে মর্যাদাগত তেমন পার্থক্য নেই।
দুটিই এক রাষ্ট্র কতৃক অপর রাষ্ট্রে প্রেরিত সবোচ্চ শ্রেণীর কূটনীতিক দূতকে বলা হয়।
তবে হাইকমিশনার বলতে কমনওয়েলথভূক্ত রাষ্ট্র সমূহের সবোচ্চ শ্রেনীর কূটনীতিকদের বুঝানো হয়।
কমনওয়েলথ হলো ব্রিটেনসহ এক সময় ব্রিটেনের অধীনে ছিল এমন রাষ্ট্রসমূহের সংগঠন।
রাষ্ট্রদূতকে তখনি হাইকমিশনার বলা যাবে যখন দুটি দেশই কমনওয়েলথভূক্ত হবে।
যেমন বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে নিয়োগ পেলে তাকে হাইকমিশনার বলা হবে।
একইভাবে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োজিত হলে তাকেও হাইকমিশনার বলা হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত কে এ্যামব্যাসেডর ও বাংলাদেশে যু্ক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে এ্যামব্যাসেডর বলা হবে।
কারণ বাংলাদেশ কমনওয়েলথভূক্ত দেশ হলেও যুক্তরাষ্ট্র কমনওয়েলথ ভূক্ত দেশ নয়।
তাই কমনওয়েলথ বহিভূর্ত দেশসমূহের সর্বোচ্চ কূটনীতিবিদ কিংবা বহির্ভূত কোন দেশের ক্ষেত্রে কমনওয়েলথভূক্ত দেশসমূহের সর্বোচ্চ পর্যায়ের কূটনীতিকদের বলা হয় এ্যামব্যাসেডর।
Thanks for the very easy presentation
ReplyDelete