কিয়োটো চুক্তি কি? (Kioto) এ চুক্তিটি কি উদ্দেশ্যে, কোথায় স্বাক্ষরিত হয়েছিল? | Nhrepon.com

কিয়োটো চুক্তি

Nhrepon.com
Nhrepon.com
বিশ্বের পরিবেশ রক্ষা করার জন্য বিশ্ব উষ্ণতা রোধে জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে অনুষ্ঠিত সম্মেলনে কিয়োটো চুক্তি বা প্রটোকল স্বাক্ষর করা হয়। 
এটি কার্বন নির্গমন কমানোর একমাত্র আইনগত চুক্তি। চু্ক্তিটি স্বাক্ষরিত হয় ১৯১৭ সালে।
 চুক্তিটি কার্যকর হয় ১৬ ডিসেম্বার ২০০৫ সালে। 
এর মেয়াদ শেষ হয় ২০১২ সালে। 
৬ টি গ্রীন হাউস গ্যাস Carbon-di-oxide, Methane, Nitrous oxide, Sulphur hexafluoride, Hidrofluorocarbons and perflurocarbons কমানোর লক্ষ্যে এই কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 
চুক্তিতে বলা হয় যে, শিল্পোন্নত দেশসমূহ তাদের গ্রীন হাউস গ্যাসের নির্গমন ২০০৮-২০১২ সাল নাগাদ ১৯৯০ সালের পর্যায়ে নিয়ে আসবে তথা গড়ে ৫ শতাংশ হারে হ্রাস করবে। 
এতে আরো বলা হয়েছে যে, প্রাথমিকভাবে প্রত্যেক দেশকে নিজ দেশে উৎপন্ন গ্রীন হাউস গ্যাসের পরিমান অনুযায়ী হ্রাস করতে হবে। 
চুক্তিতে ৮ শতাংশ হারে সুইজারল্যাণ্ড, মধ্য ও পূর্ব-ইউরোপ , ইউরোপীয় ইউনিয়ন; ৭ শতাংশ হারে মার্কিন যুক্তরাষ্ট্র; ৬ শতাংশ হারে কানাডা, হাঙ্গেরি, জাপান, পোল্যান্ড, রাশিয়া, নিউজিল্যান্ড ও ইউক্রেন কে গ্রীন হাউস গ্যাস নির্গমনের মাত্রা হ্রাস করতে বলা হয় ২০১২ সালের মধ্যে। 
কিন্তু উল্লিখিত সময়ে কাঙ্খিত লক্ষ্য অর্জন না হওয়ায় চুক্তিটি ২য় মেয়াদে ২০২০ সাল পর্যন্ত বর্ধিত হয়। এখন পর্যন্ত ২৭ ‍টি দেশ এর পক্ষে অনুসমর্থন দিয়েছে।












0 comments:

Post a Comment