১. হোয়াটসঅ্যাপে অ্যাড নেই।
২. হোয়াটসঅ্যাপ ইউজ করতে ফেসবুক একাউন্ট দরকার হয় না। যে কোনো ফোন নম্বর দিয়ে খোলা যায়।
৩. কোয়ালিটিফুল ভিডিও এবং ক্লিয়ার অডিও কল।
৪. ছবি আদান প্রদান করলে সেটার সাইজ ঠিক থাকে, একদম ক্লিয়ার।
৫. চাইলেই যেকোনো কম্পিউটার কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায় এবং কাজ শেষে এক ক্লিকে ডিসকানেক্ট করা যায়।
৬. হোয়াটসঅ্যাপে পিডিএফ,ডকস,জেপিজি, এক্সেল শীট ইত্যাদি শেয়ার করা যায়। মেসেন্জারে শুধু ছবি (জেপিজি) শেয়ার করা যায়।
৭. হোয়াটসঅ্যাপ অনেকটা স্মুথ এবং ফাস্ট যার ফলে দ্রুত চ্যাট করা যায়।
মেসেন্জারে এই ⤴️ সুবিধা গুলো নেই, এজন্যই হোয়াটসঅ্যাপ এত জনপ্রিয়।
তবে, টেলিগ্রাম ও কোনো অংশে কম নয়। টেলিগ্রামে একটা ম্যাসেজে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করা যায়, আর হোয়াটসঅ্যাপে মাত্র ১০০ এমবি। 🙂
0 comments:
Post a Comment