- যারা সবজান্তা,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
- যারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে না কিন্তু নিজের কথা আনমনে বলতেই থাকেন,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যারা যোগাযোগের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারেনা,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যাদের মননে অহংকার রয়েছে,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
- যারা নিজেকে সর্বেসর্বা এবং অত্যন্ত জ্ঞানী মনে করেন, তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যারা অন্যের গোপনীয়তা লঙ্ঘন করেন,তাদের পাত্তা দেওয়া উচিত নয়।
- যারা কুটনামি করেন,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
- যারা কথায় কথায় গালাগাল ও ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন- তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যারা মন মানসিকতায় হীনমন্য এবং সংকীর্ণ- তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
- যারা খুঁতখুঁতে এবং অতিরিক্ত সন্দেহবাদী- তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
- যারা মানুষের কথার ভেতর কথা বলেন,কথার মধ্যে যারা বাম হাত ঢুকিয়ে দেন- তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যারা চাটুকারীতা এবং তেলবাজির আশ্রয় নিয়ে অন্যের মন জয় করতে চান,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যাদের মধ্যে নূন্যতম কার্টেসি নেই,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যাদেরকে পাত্তা দিলে যারা পাত্তা সহ্য করতে পারেনা,উল্টো আরো অহংকারী হয়ে ওঠে- তাদের কখনোই পাত্তা দেওয়া উচিত নয়।
- যারা আপনার স্বাধীন পথ চলার জন্য ক্ষতিকর,যারা আপনার চলার পথকে অমসৃণ করে দিতে চায়,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যারা অন্যের মতামতকে সহ্য করতে পারে না,যারা সর্বদা নিজের স্বার্থ ছাড়া আপনার সাথে মিশে না,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
- যারা মিথ্যা এবং ছলনার আশ্রয় নিয়ে টিকে আছে,যারা তোষামোদির উপর ভর করে টিকে আছে,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
কেন?
- যারা পাত্তা ডিজার্ভ করে না,তাদেরকে পাত্তা দেয়া যে কারো জন্য অপমানজনক এবং অসম্মানজনক বলেই মনে করি।
- ভুল মানুষকে পাত্তা দিলে আপনার জীবন বিষিয়ে উঠতে পারে;আপনি মানসিকভাবে হতাশ হয়ে যাবেন।
- ভুল মানুষকে পাত্তা দিলে সে পাত্তার অপব্যবহার করে বেপরোয়া হয়ে উঠতে পারে।সে তার অহংকার মনকে আরও উসকে দিতে পারে।
- পাত্তা দেয়া-নেয়া একটি যৌথ প্রক্রিয়া।একপাক্ষিক পাত্তা মানেই হল নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে ইজারা দেয়া।
- কাউকে অসামঞ্জস্যভাবে পাত্তা দেয়া ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ।
- সমাজের সকলে পাত্তা পাওয়ার যোগ্য নয়।ভুল পাত্রে পাত্তা দিলে সেটি নিজের জন্য মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিকর।
0 comments:
Post a Comment